আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6209

কুরআন

প্রকাশকাল: 29 জানু. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। প্রিয় শায়েখ, আমি কি কোরান তিলাওয়াত করে এরকম নিয়াত করতে পারি যে ‘ ইয়া আল্লাহ এই তিলাওয়াতের ছাওয়াবের একাংশ অমুক ব্যক্তির আমলনামায় যোগ করে দাও’ (ঐ ব্যক্তি জীবিত, আমার প্রিয়জন)?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রিয়জনদের জন্য দোআ করবেন, দান-সদকা করবেন। আর কুরআন তেলাওয়াতের সময় এমন নিয়তের দরকার নেই, আপনার এই নেক আমলের সওয়াব যারা পাওয়ার নিয়ত করা ছাড়াই পাবেন।