আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6208

অর্থনৈতিক

প্রকাশকাল: 28 জানু. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল, যদি লিখাটা চোখে পড়ে তবে মূল্যবান মতামত বা উত্তর দিবেন আশা করি। আমি বেকার। পিতা মৃত।আমার মায়ের যাকাত দেওয়ার মত নিসাব পরিমাণ টাকা আছে। ঐ টাকাটা দিয়ে আমাদের সংসার চলে। এমতাবস্তায় যাকাত দিতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, ঋন বাদে নিসাব পরিমাণ নগদ টাকা থাকলে যাকাত দিতে হবে। আল্লাহর উপর ভরসা করে যাকাত দিতে বলবেন। আল্লাহ বরকত দান করবেন। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,

یَمْحَقُ اللهُ الرِّبٰوا وَ یُرْبِی الصَّدَقٰتِ وَ اللهُ لَا یُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِیْمٍ.

আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন। আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। -সূরা বাকারা, আয়াত ২৭৬