শায়েখ আমি একজন প্রাইভেট কোম্পানিতে চাকুরে। চাকরির জন্য আমার নাইট ডিউটি করতে হয়, আমি নাইট ডিউটি চলাকালিন অবস্থায় তাহাজ্জুত নামাজ আদায় করলে তাহাজ্জুত নামাজের পরিপূর্ন সওয়াব পাব কি? কেন না আমি জানি যে ঘুম থেকে জেগে উঠে শেষ রাত্রে তাহাজ্জুত পড়লে ফজিলত বেশি। আমি তো নাইট ডিউটিতে না ঘুমিয়ে তাহাজ্জুত আদায় করব, এতে আমার ফজিলত হবে কিনা দয়া করে জানাবেন।