আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 613

নামায

প্রকাশকাল: 4 অক্টো. 2007

প্রশ্ন

ফরয সালাত আদায়ের সময় যদি মুক্তাদির কোন ভুল হয়, যেমন- সে অমনোযোগী হওয়ার কারনে সূরা ফাতিহা পড়ল না অথবা রুকুর তাসবিহ কিংবা সিজদার তাসবিহ একবার ও বলল না, এই ক্ষেত্রে কি তার সালাত বাতিল বলে গণ্য হবে? তাকে কি আবার নতুন করে সালাত আদায় করতে হবে?

উত্তর

আপনি যে কারণগুলো উল্লেখ করেছেন সেগুলোর জন্য নতুন করে সালাত আদায় করা লাগবে না।