আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 614

বিবিধ

প্রকাশকাল: 5 অক্টো. 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমাদের এলাকার জনৈক পীর সাহেব বলেছেন প্রত্যেক ব্যাক্তির জন্য তার ইনকামের ২.৫% বা ৪০ টাকায় ১ টাকা আল্লাহর পথে দান করা ফরজ। এবং যার ফসল হবে তার জন্য ফসলেরও একটা অংশ দান করতে হবে। তিনি এর দলীল স্বরুপ সুরা বাকারার ২৬৭ নম্বর আয়াতটি উল্লেখ করেছেন। ঐ পীর কতটুকু সঠিক বলেছেন আপনার মুল্যায়ন জানতে চাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রত্যেক ব্যক্তি নয়, নিসাব পরিমান সম্পদের অধিকারী ব্যক্তির ২.৫% বা ৪০ টাকায় ১ টাকা যাকাত দেয় ফরজ। পীরসাহেব হয়ত সেটাই বলেছেন। ফসলেরও যাকাত দিতে হবে। ফসলের যাকাতের নিসবসহ বিস্তারিত জানতে দেখূন ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. রচিত বাংলাদেশে উশর বা ফসলের যাকত বইটি ।