আস-সালামু আলাইকুম শায়েখ, ১) আমি একটি মেসে থাকি। এখানে যিনি রান্না করেন তিনি একজন মহিলা। আমি আলহামদুলিল্লাহ আমার দৃষ্টি হেফাজত করে থাকি। প্রশ্ন: ১) আমার করনিয় কী? আমার কী গুনাহ হচ্ছে কি? ২) কোন এক জাগায় গেলাম সেখানে কিছু পর্দাহিন কিছু মহিলা চলা ফেরা করে থাকে আমার সে খানে যাওয়া লাগে মাঝে মাঝে কিছু আমি তাদের দিকে তাকাই না সেখানে যাওয়াটাও বাদ দেওয়া যাচ্ছে না পরিস্থিতি কারনে, আমি যদি আমার চোখ নিচে রেখে এমন জাগায় যাতায়াত করি তাহলে কি হবে?