আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6081

পোশাক-পর্দা

প্রকাশকাল: 23 সেপ্টে. 2022

প্রশ্ন

Assalamualaikum আমি india থেকে বলছি। আমার মায়ের বয়স 45 আমার মা ৫ ওয়াক্ত নামায পড়েন। রোজা রাখেন। তাহাজ্জুদ এর নামাজ পড়েন প্রতিদিন। ইসলাম মানার চেষ্টা করেন। কিন্তু পর্দা টা সঠিক ভাবে করেন না। সারি পড়েন আর মাথায় চাদর নেন সব সময় চাদর ও নেন না কিন্তু চাদর নিলেও মাথার চুল দেখা যায়। আমি মাকে অনেক বোঝায় কিন্তু মা বলেন এখন আমার বয়স হয়েছে এখন আমার দিকে আর কেউ তাকাবেনা। মা অনেক waz শুনেন কিন্তু এই জিনিস টি মানেন না বাকি সব কিছু মানার চেষ্টা করেন। আপনি বলেন কিন্তু সঠিক। এটা কি মায়ের জন্য উচিত হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, তা তিনি সঠিক কথা বলেন নি। তার জন্য আবশ্যক হলো পূর্ণ পর্দা রক্ষা করে চলা। আপনি আপনার সাধ্যমত বুঝাতে থাকেন, ইনশাআল্লাহ তিনি এক সময় পর্দা করতে শুরুর করবেন।