আমি ঘুম ভেঙে দেখি ফজরের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে। তখন চিন্তা করলাম যেহেতু ওয়াক্ত পাইনি, তাহলে আর একটু পরে উঠে নামাজ পড়ি। এবং পরবর্তীতে দুই এক ঘণ্টা পর উঠে ফজরের নামাজ আদায় করেছি আমার এই নামাজ হবে কি?
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 6080
সালাত
প্রকাশকাল: 22 সেপ্টে. 2022
আমি ঘুম ভেঙে দেখি ফজরের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে। তখন চিন্তা করলাম যেহেতু ওয়াক্ত পাইনি, তাহলে আর একটু পরে উঠে নামাজ পড়ি। এবং পরবর্তীতে দুই এক ঘণ্টা পর উঠে ফজরের নামাজ আদায় করেছি আমার এই নামাজ হবে কি?
من نسي صلاة، أو نام عنها، فكفارتها أن يصليها إذا ذكرها»
“যে ব্যক্তি সালাত আদায় না করে ঘুমিয়ে থাকে বা ভুলে যায়, তবে স্মরণ হলেই সে তা আদায় করবে। এটাই তার কাফফারা।” সহীহ মুসলিম, হাদীস নং ১৬০০ সুতরাং জাগ্রত হওয়ার পর আবার ঘুমানো ঠিক নয়। ভবিষ্যতে আর এমন করবেন না।