আস-সালামু আলাইকুম। ইসলামে ফেরার পর থেকে ক্রমাগত আমার মনে ইমানবিরোধী চিন্তা আসতেই থাকে। প্রথম প্রথম আমি এগুলো নিয়ে অনেক চিন্তিত থাকতাম। পরে কয়েকজন বক্তাদের কথা শুনলাম তারা বলেন যে এগুলোর দিকে কর্ণপাত না করতে। এখনো আমার মনে প্রায় সমসময়ই উল্টাপাল্টা চিন্তা আসে। কিন্তু এখন আর আগের মতো এগুলোর জন্য বেশি চিন্তিত বোধ করি না, ফলে আমার মাঝে মাঝে মনে হয় এগুলো আমি নিজেই করছি। কিন্তু আমি এগুলো ইচ্ছা করে করি না। কিন্তু যখন চিন্তা আসে তখন মনে হয় ইচ্ছাকৃত ভাবে হচ্ছে। ইমান নিয়ে প্রায়ই সন্দেহে থাকি আমি। ১.আমি জানতে চাই আমার ইমানের ক্ষতি হচ্ছে কি না? ২.এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি?