Assalamualaikum. শাইখ। আপনজন হোক আর পরজন হোক, ছোট হোক আর বড় হোক, আত্মরক্ষার জন্য কি মারতে আসা লোককে মার দেওয়া যাবে? যেমন: বিনা অপরাধে বা নিজের রাগের জন্য বা শক্তি দেখানোর জন্য বা কোনো অবৈধ কাজ আমার কাছ থেকে করে নেওয়ার জন্য জুলুম করে যদি আমাকে আমার চাচাতো বড় ভাই বা দুলা ভাই বা চাচা মারতে আসে বা মারতে থাকে, তাহলে আমি নিজেকে বাঁচানোর জন্য বা আত্মরক্ষার জন্য তাদেরকে মার দেই! তাহলে কি আমার পাপ হবে? নাকি তারা আমাকে মারতে মারতে মেরে ফেলালেও চুপ থাকতে হবে? এব্যাপারে ইসলাম কি বলে?