আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6034

বিচার আচার

প্রকাশকাল: 7 আগস্ট 2022

প্রশ্ন

Assalamualaikum. শাইখ। আপনজন হোক আর পরজন হোক, ছোট হোক আর বড় হোক, আত্মরক্ষার জন্য কি মারতে আসা লোককে মার দেওয়া যাবে? যেমন: বিনা অপরাধে বা নিজের রাগের জন্য বা শক্তি দেখানোর জন্য বা কোনো অবৈধ কাজ আমার কাছ থেকে করে নেওয়ার জন্য জুলুম করে যদি আমাকে আমার চাচাতো বড় ভাই বা দুলা ভাই বা চাচা মারতে আসে বা মারতে থাকে, তাহলে আমি নিজেকে বাঁচানোর জন্য বা আত্মরক্ষার জন্য তাদেরকে মার দেই! তাহলে কি আমার পাপ হবে? নাকি তারা আমাকে মারতে মারতে মেরে ফেলালেও চুপ থাকতে হবে? এব্যাপারে ইসলাম কি বলে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অবৈধভাবে কাউকে মারা অন্যায়। অন্যায়ের প্রতিশোধরে বিষয়ে আল্লাহ তায়ালা বল وَ اِنۡ عَاقَبۡتُمۡ فَعَاقِبُوۡا بِمِثۡلِ مَا عُوۡقِبۡتُمۡ بِهٖ ؕ وَ لَئِنۡ صَبَرۡتُمۡ لَهُوَ خَیۡرٌ لِّلصّٰبِرِیۡنَ যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করতে চাও তবে ততটুকু প্রতিশোধ গ্রহণ কর যতটুকু অন্যায় তোমাদের উপর করা হয়েছে। আর যদি তোমরা ধৈর্য ধারণ কর তবে ধৈর্যধারণকারীদের জন্য অবশ্যই তা উত্তম। সূরা নাহল, আয়াত ১২৬।

সুতরাং তাকে পাল্টা মার দেয়া বৈধ, তবে ধৈর্যধারণ করা এবং ক্ষমা করা উত্তম।