আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6014

অর্থনৈতিক

প্রকাশকাল: 18 জুলাই 2022

প্রশ্ন

আমার ছোট ভাই নামাজে সালাম, হুজুরের সালাম ফিরানোর পর সালাম ফিরায়। এটা কি ঠিক?

উত্তর

জ্বী, ইমাম সাহেব দুই দিকে সালাম ফিরানোর পর সালাম ফিরাতে সমস্যা নেই। অনেকেই এটাকে উত্তম বলেছেন। তবে ইমাম সাহেবের সাথে সাথে বা ইমাম সাহেবের একটু পরে সালাম ফিরালেও নামায সহীহ হবে। মোট কথা ইমাম সাহেবের আগ বাড়িয়ে সালাম না ফিরিয়ে তার পরপর ফিরালেও নামায সহীহ হবে।

আরো বিস্তারিত জানতে