আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6013

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 17 জুলাই 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম স্যার। আমি একজন প্রবাসী। গতকাল আমি আমার স্ত্রীর সাথে আমার ফুফুর বিষয় নিয়ে ঝামেলা হয়। একপর্যায় আমি রেগে বলি (আল্লাহর কসম তুমি যদি ফুফুর বাসায় যাও তবে তুমি তালাক)। ফুফুর বাসা আমার বাসা একই বিল্ডিং এ।

আর পরে আমি বুঝতে পারি আমার ভুল হয়েছে। আমার স্ত্রী ফুফুর বাসায় যাওয়া জরুরি। এখন শরিয়তের সমাধান জানতে চাই। আর আমার স্ত্রী আমার আত্মীয় স্বজনদের নিয়ে একটু উদাসীন। এখন আমার করনীয় কি দয়া করে  জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এভাবে বললে ফুপুর বাসায় গেলে ১ তালাকে রজয়ী পতিত হবে। এমন তালাক দিলে স্ত্রীকে ইদ্দতের মধ্যে ফিরিয়ে নেয়া যায়। শুধু মুখে বললেই হবে, আমি তোমাকে ফিরিয়ে নিলাম। ভবিষ্যতে কোন দিন কোন অবস্থাতেই তালাক শব্দ উচ্চারণ করবেন না।