আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6006

হাদীস

প্রকাশকাল: 10 জুলাই 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, অতিরিক্ত ঠান্ডা, কুয়াশা, শীতের মধ্যে ফজরের সালাত কি বাড়িতে পড়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কষ্ট করে মসজিদে গেলে সওয়াবও আল্লাহ বেশী দান করবেন। বাড়িতে সালাত আদায় করলে আদায় হয়ে যাবে, তবে জামাতে তরক করলে অনেক সওয়াব থেকে বঞ্চিত হবেন। চেষ্টা করতে হবে সর্বাবস্থায় মসজিদে গিয়ে সালাত আদায় করা।