আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6005

অর্থনৈতিক

প্রকাশকাল: 9 জুলাই 2022

প্রশ্ন

কসম ভেঙে কাফফারা দেয়ার পর যার জন্যে কসম করেছিলাম সেই কথা কি আবার বলা যাবে?

উত্তর

কসমের কাফফারা দেয়ার পর আগের কসম আর কার্যকর থাকে না। নতুন করে কসম না করলে আগে যে কারণে কাফফারা দিয়েছেন সেই কথা বা কাজের কারণে নতুন করে আর কসম ভঙ্গ হবে না,কাফফারাও দেয়া লাগবে না।