আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6001

কাফফরা

প্রকাশকাল: 5 জুলাই 2022

প্রশ্ন

আমি অচেনা একজনের ক্ষতি করে ফেলেছি। কার ক্ষতি করেছি তাও জানিনা। তবে ক্ষতি করেছি যার ক্ষতির পরিমাণ ১০০/২০০ টাকার মতো। এবং সেখানে থেকে অনেক দূরে চলে এসেছি। যার ক্ষতি করেছি তাকে খুজে পাওয়া খুবই কষ্টসাধ্য। আমি অনুশোচনা করছি। এখন আমি কি করতে পারি। ক্ষতিপূরণের টাকা টা কি কোথাও দান করে দিলে হবে? অথবা আমার করণীয় কি এখন?

উত্তর

যার ক্ষতি করেছেন তাকে কোন ভাবেই যদি না পান তাহলে সেই টাকাগুলো দান করতে পারেন। এতে ঐ টাকা দানের সওয়াব সেই ব্যক্তি পাবেন বলে আশা করা যায়।