আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6000

কুরআন

প্রকাশকাল: 4 জুলাই 2022

প্রশ্ন

وَ مَنۡ خَفَّتۡ مَوَازِیۡنُهٗ فَاُولٰٓئِکَ الَّذِیۡنَ خَسِرُوۡۤا اَنۡفُسَهُمۡ فِیۡ جَهَنَّمَ خٰلِدُوۡنَ ۱۰۳ আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজদের ক্ষতি করল; জাহান্নামে তারা হবে স্থায়ী। (১০৩) আর যাদের পাল্লা হাল্কা হবে, তারাই নিজেদের ক্ষতি করেছে; তারা জাহান্নামে স্থায়ী হবে। মুসলিম কিন্তু পাল্লা হালকা হলে তবে কি হবে? আমরা জানি যে সকল মুসলিম প্রথমেই জান্নাতে যাবে না। জাহান্নামে সাজা খেয়ে জান্নাতে যাবে তাদের নিশ্চই মিজানের পাল্লা হালকা হওয়ার জন্যই জাহান্নামে যাবে। কিন্তু এখানে তো খালিদুন লেখা আছে চিরস্থায়ী। এই আয়াতের ব্যাখ্যা কি হবে শায়েখ?

উত্তর

যেখানে স্থায়ী জাহান্নামের কথা আছে সেটা কাফেরদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মুসলিম কখনই চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। মুসলিমের গুনাহ হলে আল্লাহ চাইলে মাফ করে দিবেন, অথবা জাহান্নামে শাস্তি দেয়ার পর জান্নাতে প্রবেশ করাবেন।