আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হচ্ছেঃ আমার মায়ের অসুস্থতার কারণে ঠিক মত হাটতে পারে না, এখন আমি উনাকে নিয়ে উমরাতে যাবো নিয়ত করেছি। এখন আমার জানার বিষয় হলো যখন আমার আম্মাকে হুইল চেয়ারে বসিয়ে তওয়াফ করাবো এবং সাফা মারওয়ায় সায়ী করবো তখন কি আমার টাও আদায় হয়ে যাবে? নাকি আলাদা আমার পুণঃরায় তওয়াফ ও সায়ী করতে হবে? জানালে অনেক উপকার হবে।