আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,আশা করছি ভাল আছেন। শায়েখ আমার এলেকায় জমি বন্ধক রাখার নিয়ম হলো এক বিঘা এক লক্ষ টাকা। এই এক বিঘা জমি এক লক্ষ টাকার বিনিময়ে জমির মালিক অন্য জনের কাছে ১/২/৩/৪/৫ বছরের জন্য বন্ধক রাখে। শর্ত হলো মূল এক লক্ষ টাকা থেকে প্রতি বছর জমির মালিক এক হাজার টাকা করে কর্তন করে থাকে। এভাবে যত বছর জমিটি বন্ধক থাকবে তত বারে এক হাজার করে কর্তন করবে। এই পদ্বিতিতে জমি বন্ধক রাখা যাবে কি?