আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5964

অর্থনৈতিক

প্রকাশকাল: 29 মে 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার একটা ছোট্ট ছাগলের খামার আছে। সারাবছর পাঠা ছাগলের দাম কম থাকলেও পুজার সময় বেপারি এসে ভালো দামে কিনে নেয়। আমার প্রশ্ন হলো পুজার আগে পাঠা ছাগল বিক্রি করলে তা হালাল হবে কি না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনি যখন ভালো মনে করবেন, ভালো দাম পাবেন তখন বিক্রি করবেন। সেই ভালো দামটা পূজার আগে পেলে তখনও বিক্রি করতে পারেন, সমস্যা নেই। তবে আপনার ছাগল পালনের উদ্দেশ্যে যেন এটা না হয় যে, মুশিরকার যেন তাদের পূজা ধুমধাম করে উদযাপন করতে পারে। আপনি যখন ভালো দাম পাবেন তখন বিক্রি করবেন।