ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সুরা নিসার উল্লেখিত আয়াতের সারকথা হল, কোন ব্যক্তি যদি এমন কোন এলাকায় বসবাস করে যেখানে দ্বীন পালন করা যায় না, এবং অন্য কোন ভূখন্ডে বসবাস করার ক্ষমতা তার আছে, যেখানে দ্বীন পালনের পরিবেশ রয়েছে, তাহলে তার জন্য সে ভূখন্ডে বসবাস করা হারাম যেখানে দ্বীন পালনের পরিবেশ নেই। অমুসলিম দেশে বসবাসের জন্য নিম্নলিখিত শর্তাবলী আবশ্যকঃ
১. শুধুমাত্র দ্বীন প্রচার ও প্রসারের উদ্দেশ্যে সফর করা। ইহা অনেক বড় সাওয়াবের কাজ। ২.নিজের উপর এতটুকু নির্ভরতা জরুরী যে, অমুসলিমদের সাথে উঠা-বসার কারণে ঈমানের কোন দূর্বলতা আসবে না। ৩. যে দেশে বসবাস করবে, সেখানে দ্বীন পালনের স্বাধীনতা থাকতে হবে। জামাতে সালাত আদায়ের পরিবেশ, জুমার সালাত আদায়ের পরিবেশ ইত্যাদী। কেননা ইচ্ছা করে নিজকে এমন পরিবেশে নিয়ে যাওয়া বৈধ নয় যেখানে উল্লেখিত ইবাদাত পালন করা যাবে না। ৪. অমুসলিমদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক করা ইসলামী শরীয়াতে হারাম। অনেকদিন বসবাসের ফলে সম্পর্ক সাধারণত অনেক গভীর হয়ে যায়। ৫. শুধুমাএ ব্যবসার উদ্দেশ্যে অমুসলিম দেশে ততদিন থাকা বৈধ, যতদিন ব্যবসার প্রয়োজনীয়তা থাকে। বিঃ দ্রঃ মুসলিম কোন দেশে যদি বসবাসের এবং জীবিকা নির্বাহের সুযোগ থাকে, তাহলে কোন মুসলমান বিশেষ করে দ্বীনদার মুসলমানদের জন্য অমুসলিম দেশে বসবাস করা মোটেই উচিত হবে না।