আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 591

অর্থনৈতিক

প্রকাশকাল: 12 সেপ্টে. 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমরা কয়েকজন বন্ধু মিলে ব্যবসা করার উদ্দেশ্যে একত্রে কিছু টাকা জমা করি। কিছু দিন পর আমাদের একজন বন্ধু মারা যায়। সে কোন নমিনী ঠিক করে যায় নি। এখন তার বাবা আমাদের সাথে ব্যবসা চালিয়ে যেতে চাচ্ছেন। উল্লেখ্য তার মা, ভাই, বোন ও সন্তানসম্ভবা স্ত্রী রয়েছে। এমতাবস্থায় আমাদের কি করা উচিৎ? আমরা কি তার ছোট ভাইকে জমাকৃত সহ অংশীদার হিসেবে নিব নাকি জমাকৃত টাকা বন্টন করে দিব? বন্টন করতে হলে কিভাবে করব, আমাদের দায়িত্ব কতটুকু? দয়া করে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের উচিত হল, আপনারা আপনাদের মৃত বন্ধুর টাকা তার পরিবারের লোকদের নিকট ফিরিয়ে দেওয়া।পরিবারের উচিত হল সেই টাকাসহ মৃতব্যক্তির রেখে যাওয়া সকল সম্পদ ইসলামী মিরাসের নিয়ম অনুসারে বন্টন করা। উল্লেখ্য যে, সম্পদ বন্টনের ক্ষেত্রে সম্ভব্য সন্তানও মিরাসের অংশ পাবে।