প্রশ্ন: আমার বোনের বিয়ে হয় রেজিস্ট্রী করে। স্বামী তাকে আলাদা করে দেয়। কোনো তালাক নামা আমরা পাইনি। তিনটি শিশু সন্তান নিয়ে আমার বোন আলাদা থাকে। অন্য বিয়ে সে করে নি। চল্লিশ বৎসর পরে বোনের স্বামী এসে আমার বোনের সাথে বসবাস করতে চান। বলেন তিনি এক তালাক দিয়েছিলেন, কাজী ডেকে আবার বিয়ে করে নেবেন। আমার বোন গত চল্লিশ বৎসরের ভরণপোষণ তার কাছ থেকে পাবে কি? আলাদা শহরে আলাদা থাকলেও স্বামীর জমিতে থাকতে পারবে কি ?