আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5881

জায়েয

প্রকাশকাল: 7 মার্চ 2022

প্রশ্ন

হাত মুজা ও পা মুজা পরা কি পর্দার অংশ? মহিলা সাহাবিগন কি হাত পা ঢেকে বাইরে বের হতেন?

উত্তর

হাত মুজা আবশ্যকীয়ভাবে পর্দার অন্তুর্ভূক্ত নয়। তবে চারিত্রিক অবক্ষয়ের এ যুগে হাত মুজা ভালো। আব্দুল্লাহ ইবনে উমা রা. থেকে বর্ণিত একটি হাদীসে রাসূলূল্লাহ সা. বলেছেন, ولا تنتقب المرأة المحرمة ولا تلبس القفازين ইহরাম গ্রহণকারী নারী যেন নেকাব ও হাতমোজা পরিধান না করে। সহীহ বুখারী, হাদীস নং ১৭৪১। এই হাদীস থেকে বুঝা যায় মহিলা সাহাবীর হাত মুজা পরতেন। তাই হজ্বের সময় হাত মুজা পরতে আল্লাহ তায়ালা নিষেধ করেছেনপা অবশ্যই ঢাকতে হবে। তবে মুজা দ্বারা ঢাকা আবশ্যক নয়। পা খোলা রাখা যাবে নعن ابن عمر قال : قال رسول الله صلى الله عليه و سلم من جر ثوبه خيلاء لم ينظر الله إليه يوم القيامة فقالت أم سلمة فكيف يصنعن النساء بذيولهن ؟ قال يرخين شبرا فقالت إذا تنكشف أقدامهن قال فيرخينه ذراعا لا يزدن عليআবদুল্লাহ ইবনে ওমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- যে ব্যক্তি অহঙ্কারবশত কাপড় ঝুলিয়ে রাখে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে (রহমতের দৃষ্টিতে) তাকাবেন না। তখন উম্মুল মুমিনীন উম্মে সালামা রা. জিজ্ঞাসা করলেন, তাহলে মহিলারা তাদের কাপড়ের ঝুল কীভাবে রাখবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক বিঘত ঝুলিয়ে রাখবে। উম্মে সালামা বললেন, এতে তো তাদের পা অনাবৃত থাকবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এক হাত ঝুলিয়ে রাখবে, এর বেশি নয়। সুনানু তিরমিযি, হাদীস নং ১৭৩১। হাদীসটি সহীহ।উক্ত হাদীসদ্বয় থেকে বুঝা যায় মহিলা সাহবাীগণ হাত পা ঢেকে রাখতেন।