আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5812

অর্থনৈতিক

প্রকাশকাল: 28 ডিসে. 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার বাবা আমার মায়ের নামে একটি জমি কিনেছিলেন বাবা মারা গিয়েছে, এখন সেই সম্পত্তিতে মায়ের অংশ ১/৮, মা কি তার অংশ শরীয়া মোতাবেক তার ছেলে মেয়ের মাঝে বন্টন করে দিতে পারবে? মা জীবিত। ২. মায়ের পৈত্রিক সুত্রে পাওয়া জমি তার ১ ছেলে ও ২ মেয়ের মাঝে কত ভাগে বন্টন হবে? মা জীবিত।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মা জীবিত অবস্থায় মিরাস হিসেবে তার কোন সম্পদ ছেলেমেয়েদের মাঝে বন্টন করতে পারবেন না। স্বামীর সূত্রে পাওয়া এবং পৈত্রিক সূত্রে পাওয়া সকল সম্পদ তার মারা যাওয়ার পর তার ছেলে মেয়েরা পাবে। ছেলেরা মেয়েদের অর্ধেক পাবে। জীবিত অবস্থায় যদি মা উপহার হিসেবে কোন সন্তানকে কিছু দিতে চায় দিতে পারেন, ছেলে মেয়ে কোন ভেদাভেদ নেই, মিরাছ বন্টনের আইন এখানে কার্য্যকর হবে না।