আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5811

অর্থনৈতিক

প্রকাশকাল: 27 ডিসে. 2021

প্রশ্ন

সুদী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেক্টরে চাকরি করা কি হারাম?

উত্তর

জ্বী, হারাম। ব্যাংকের সব সেক্টরেই একই কাজ। সুদের হিসাব নিকাশ করা, ঋন দেয়া বা ঋন আদায় করা হযরত জাবির রা. বলেন, لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ. রাসূল সা. সুদ দাতা, গ্রহীতা, লেখক, সাক্ষীদ্বয় সবার উপর লানাত দিয়েছেন এবং বলেছেন, তারা সবাই সমান। সহীহ মুসলিম, ৪১৭৭। দ্বিতীয়ত এই সব প্রতিষ্ঠানের অধিকাংশ উপার্জন হারাম। এই সব কারণে এই সব প্রতিষ্ঠান চাকুরী করা যাবে না। এখানে থেকে উপার্জিত অর্থ হারাম হবে।