আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5799

সালাত

প্রকাশকাল: 15 ডিসে. 2021

প্রশ্ন

মসজিদে এসে যদি কেউ চার রাকাত নামাজ পড়ে, দুই রাকাত সুন্নত, দুই রাকাত তাহিয়্যাতুল মাসজিদ পড়ে, তাহলে নামাজ হবে কিনা?

উত্তর

জ্বী, হবে। সাধারণ সুন্নাত-নফল নামায যত ইচ্ছ পড়া যায়, সমস্যা নেই।