আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5800

গুনাহ

প্রকাশকাল: 16 ডিসে. 2021

প্রশ্ন

আস-সালামু আ’লায়কুম, শাইখ: যদি আমি ভুল করে কারও হক নষ্ট করে ফেলি তবে আমার করণীয় কী? আর পরিক্ষায় যেসব প্রশ্নের উত্তর আমার জানা থাকে না সেগুলোর উত্তর আন্দাজে দেওয়া যাবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যার হক নষ্ট করেছেন তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, ক্ষতিপূরণযোগ্য হলে ক্ষতিপূরণ দিতে হবে। পরীক্ষার প্রশ্নের সঠিক উত্তর জানা না থাকলে ধারণা করে লেখা গুনাহের কিছু না, কিন্তু এটা কোন পরিশ্রমী, মনোযোগী ভাল ছাত্রের কাজ হতে পারে না।