আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5796

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 12 ডিসে. 2021

প্রশ্ন

আসসালামুআলাইকুম

আমার একটা সমস্যা হল প্রসাব ভালভাবে করার পর টিস্যু ব্যবহার করলেও প্রায় সময়েই পেটে চাপ লাগলে অথবা সিজদাহ্ তে গেলে ফোটা ফোটা প্রাসাব বের হয় অনেক সময় আবার হয়না আবার কিছুদিন পর এই সমস্যা দেখা দেয়,

অনেক ক্ষেত্রে অল্প চাপ লাগলেই বের হয় তাই আমার জন্য পোষাক পাক রাখাও কঠিন হয়ে যায়,সমস্যাটা বেশি হয় প্রসাব করে সাথে সাথে নামাজ পড়লে সিজদায় গেলে।

এক্ষেত্রে হয় আমার উজু ভেঙে যায় আবার আমার পোষাক ও নাপাক হয়ে যায়, প্রসাব করে নামাজে আসলে প্রায়ই নামাজরত অবস্থায় এমনটা ঘটছে আমার মনে হয়, তাছাড়া এমনিতেও বের হয় অনেক সময়ই তাই আমার পোষাক পাক রাখাও কঠিন হয়ে যাচ্ছে

 এক্ষেত্রে আমি কি করব?

আমার এটা রোগ ধরে এমন হলেও অই অবস্থায় নামাজ চালিয়ে যাব, এভাবে পোষাক এ প্রসাব লাগলে পাক ধরব নাকি নাপাক?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি এই রোগের জন্য একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন। চিকিৎসা গ্রহণ করলে ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এখন আপনি নামাযের আগে ওযু করে পবিত্র কাপড়ে নামায শুরু করবেন এবং ঐ ওয়াক্তের সকল ফরজ ও সুন্নাত নামায ঐ ওযুতে এবং ঐ কাপড়েই আদায় করবেন। সুস্থ হওয়ার আগ পর্যন্ত এভাবে নামায আদায় করবেন। আমরা আল্লাহর কাছে দুআ করি, আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন।