আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5795

আদব আখলাক

প্রকাশকাল: 11 ডিসে. 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম৷

আমি একজন শিক্ষার্থী, ঢাকায় একটি রুমে থাকি৷ ফ্লোরিং করেই শোওয়া হয়–আমার বিছানার পরেই টেবিল (পায়ের কাছে), এর উপরেই সাধারণত কোরআান শরিফ রাখি৷ ঘুমানোর সময় টেবিলের দিকে পা দিয়েই ঘুমাতে হয়, এরকম করে কোরআান শরিফ রাখাতে কি কোনো গুনাহ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। টেবিলের উপর কুরআন থাকলে, সেদিকে পা দিলে সমস্যা হবে না ইনশাআল্লাহ। যদি মাথার দিকে রাখার সুযোগ থাকে সেটা করলে আরো ভাল হবে।