আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5775

ঈদ কুরবানী

প্রকাশকাল: 21 নভে. 2021

প্রশ্ন

ঈদের দিন জামাত শুরু হওয়ার অনেক আগে মসজিদে যাওয়ার পর দেখলাম লোকজন তেমন নাই আর ইমাম আসেন নি। ভাবলাম ০২ রাকাত তাহিয়াতুল সালাত আদায় করে বসে পড়ি। ১ রাকাত আদায়ের পর মুসল্লি এসে আমাকে ধাক্কা মেরে বললো এখন কিসের সালাত পড়। এখন সালাত আদায় করলে আমি নাকি গুনাহগার হবো। এ বিষয়ে জানতে চাই।

উত্তর

ঈদের মাঠে ঈদের সালাতের আগে কোন সালাত আদায় করা মাকরুহ। এই সময় সালাত আদায় করা যাবে না।