আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5774

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 20 নভে. 2021

প্রশ্ন

পিতা-মাতা যদি কখনো রাগের বশিবর্তী হয়ে, নিজ সন্তানের স্ত্রীর যাতে সন্তান না হয়, এজন্য কবিরাজের কাছে গিয়ে কুফুরি কালাম করে এবং বলে আর কখনো তুই সন্তানের মুখ দেখবিনা এবং কবিরাজের কাছে যাওয়া কথাটা সত্য হয়, তখন সন্তানের কি করা উচিত? তাবিজ এবং কুফরি কালামের ভয়ে স্ত্রী এখন আমার বাড়িতে আসতে চাচ্ছে না?

উত্তর

এই অবস্থায় স্ত্রীকে আপনার বাড়িতে নিয়ে এসে আপনার বাবা-মায়ের সাথে রাখা খুবই ঝুঁকিপূর্ণ হবে স্ত্রীর সাথে অন্যায় আচরণ করা হবে। আপনার বাবা-মায়ের অনিষ্ঠতা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনি স্ত্রীকে তাদের থেকে নিরাপদ দূরত্বে রাখবেন। পিতা মাতার সাথে স্বাভাবিক আচরণ করবেন, তবে সতর্কতা অবলম্বন করে চলেবেন, যেন তারা কোন ক্ষতি করতে না পারে।