পিতা-মাতা যদি কখনো রাগের বশিবর্তী হয়ে, নিজ সন্তানের স্ত্রীর যাতে সন্তান না হয়, এজন্য কবিরাজের কাছে গিয়ে কুফুরি কালাম করে এবং বলে আর কখনো তুই সন্তানের মুখ দেখবিনা এবং কবিরাজের কাছে যাওয়া কথাটা সত্য হয়, তখন সন্তানের কি করা উচিত? তাবিজ এবং কুফরি কালামের ভয়ে স্ত্রী এখন আমার বাড়িতে আসতে চাচ্ছে না?