আসসালামুয়ালাইকুম। আমার বন্ধু এই বছর ডিপিএস কমপ্লিট করায় দশ লক্ষ টাকা পেয়েছে। এইগুলো বর্তমানে ফিক্সড ডিপোজিড করে রেখেছে। এর আগে যাকাত প্রদান করে নি। এখন মুহতারামের কাছে আমার প্রশ্ন হচ্ছে সে যে পূর্বে যাকাত দেয় নি সেটির হিসাব করে এই বছর কাফফারা সহ যাকাত দিবে? নাকি শুধু এই বছরে ২.৫% হিসাব করে যাকাত দিবে? আর যদি কাফফারা দিতে হয় তাহলে সেটির হিসেব কেমন হবে যদি বিস্তারিত জানাতেন খুব উপকার হত। জাঝাকুমুল্লহ…