আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার একটি জরুরি প্রশ্ন ছিলো। আমি ফ্রিল্যান্সিং এর জন্য কম্পিউটার কিনতে চাই। কিন্তু আমার বাবা মা আমাকে ব্যাংকের সুদের ঋণের টাকায় কম্পিউটার কিনে দিবে! এই মুহূর্তে আমার কাছে অন্য উপায়ও নেই। আমি ছাত্র, লেখাপড়া করি। আমার নিজস্ব কোনো ইনকাম সোর্স নেই। এখন তারা বলছে, টাকা কোথা থেকে দিবে সেটা তাদের বিষয়। এটা আমার দেখতে হবেনা। হারাম এর বিষয়ে দায়ভার তারা গ্রহণ করবে! এখন আমি কি করতে পারি? এমনিতেই তো বাবা মার দায়িত্ত্ব ছেলের ভরণ পোষণের বিষয়ে। তার উপর আবার দায়ভার তারা গ্রহণ করবে! এখন আমার প্রশ্ন হলো, এই টাকায় কম্পিউটার আমার জন্য কি হালাল হবে?