আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5738

বিতর

প্রকাশকাল: 15 অক্টো. 2021

প্রশ্ন

আমাদের এখানে (পশ্চিবঙ্গ) যত মসজিদ বিতর নামাজ পড়েছি এই পর্যন্ত সব মসজিদ এ তিন রাকাত পড়া হয়। প্রথম দুই রাকাত পরে বৈঠক করা হয় এবং শেষ রাকাত এ গিয়ে সূরা ফাতিহা + অন্য একটু সূরা, এরপর তাকবীর দিয়ে দুআ কুনুত পড়া হয়। আমি ইন্টারনেট সার্চ করে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম সব নিয়ম। আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি। দোয়া করে সঠিক তথ্য দেবেন।

উত্তর

বিতর নামায কয়েক পদ্ধতিতে আদায় করা যায়। আপনাদের ওখানে যে পদ্ধতিতে আদায় করা হয় সেটাও সঠিক পদ্ধতি। দলীলসহ বিস্তারিত জানতে আমাদের দেয়া 1011 নং প্রশ্নের উত্তর দেখুন।