ওয়া আলাইকুমুস সালাম। লালন-পালন করতে পারবেন। তবে সন্তান যদি ছেলে হয় তাহলে প্রাপ্ত বয়স্ক হলে তার সাথে পর্দা করতে হবে। তবে যদি ঐ মহিলার থেকে দুধপান করেন তাহলে সমস্যা হবে না। আর যদি পালিত সন্তান মেয়ে হয় তাহলে ঐ মহিলার স্বামীর সাথে প্রাপ্ত বয়স্ক হলে পর্দা করতে হবে। তবে দুধ খেলে পর্দা করতে হবে না। সুতরাং পালিত শিশুর বয়স দুই বছর হওয়ার পূর্বেই দুধ খাইয়ে দেওয়া উচিৎ। যাতে পর্দার সমস্যা না হয়। তবে ঐ সন্তান মিরাসের হকদা হবে না। তবে তার জন্য ওসিয়ত করা যেতে পারে।