আমার কাছে সোনা আছে যার জাকাত আসে। একই সাথে কিছু সঞ্চয় আসে ব্যাঙ্ক এ । সব কিছুর উপর আমার জাকাত হয়। কিন্তু আবার আমর একটা জমির লোন আছে। যদিও জমি আমার পুরো আধিকার এ নাই। লোন শেষ হইলে জমি আমার নামে এ হবে। এমন অবস্থায় অমর জাকাত কীভাবে হিসাব হবে? লোন এর টাকা কি জাকাত এর জন্য টোটাল সম্পদ থেকে বিয়োগ হবে? জানালে উপকৃত হব।