আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5563

রোজা

প্রকাশকাল: 23 এপ্রিল 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ, আমি রোজা রাখি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি। আবার তারাবির নামায আদায় করি ও রাতে কিছু নামাজ আদায় করি এবং গেইম খেলি এতে কোন ক্ষতি আছে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সালাত- সওম আদায় করছেন আলহামদুল্লিাহ। সুতরাং গেইম দ্বারা এই ভালো কাজগুলোকে দূষিত করার দরকার নেই। মানুষের মেধা বিকৃত করে দেয়, মানুষের কর্মক্ষমতা নষ্ট করে দেয়, প্রয়োজনীয় কাজ করার পথে বাঁধা হয়ে দাঁড়ায়। রোজা শুধু না খেয়ে থাকা নয়, বরং না খেয়ে থাকার সাথে সমস্ত অর্থহীন ও খারাপ কাজ থেকে বিরত থাকলেই কেবল রোজার প্রকৃত হক আদায় হবে। সুতরাং কোন অবস্থাতেই গেইম নামক নোংরা কাজের সাথে জড়িত হওয়া যাবে না।