আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5562

ফারায়েজ

প্রকাশকাল: 22 এপ্রিল 2021

প্রশ্ন

কারো পূত্র না থাকলে এবং একাধিক কন্যা থাকলে তিনি কি তার সমস্ত স্থাবর সম্পদ কন্যাদের নামে রেজিস্ট্রি বা অসিয়ত করে দিতে পারবেন? ইসলামি শরিয়ত মোতাবেক এটা কি জায়েজ হবে? উল্লেখ্য তার একাধিক ভাই, ভাতিজা, স্ত্রী ও মা রয়েছেন।

উত্তর

না, মৃত্যুর আগে সমস্ত সম্পদ কন্যাদের নামে রেজিস্ট্রি করে দেওয়া জায়েজ হবে না। আর ওয়ারিশদের ক্ষেত্রে ওসিয়ত কার্যকর হয় না। তিনি মারা যাওয়ার পর ইসলামী বিধান অনুযায়ী ওয়ারিশরা তাদের সম্পদ পাবেন।