নামাজে মধ্যে প্রস্রাবের রাস্তা দিয়ে মনে হয় কিছু বের হয়, চেক করলে অনেক সময় সত্যি দেখা যায় বের হয়েছে, আবার মাঝে মাঝে কিছুই দেখা যায় না। আবার অনেক সময় মসজিদে নামাজের জন্য বসলাম সাথে সাথে ঐরকম অনুভূতি হল,চেক করার ব্যাবস্থা নাই। এই অবস্থায় করনীয় কি, নামাজ হবে কি?