আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5561

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 21 এপ্রিল 2021

প্রশ্ন

নামাজে মধ্যে প্রস্রাবের রাস্তা দিয়ে মনে হয় কিছু বের হয়, চেক করলে অনেক সময় সত্যি দেখা যায় বের হয়েছে, আবার মাঝে মাঝে কিছুই দেখা যায় না। আবার অনেক সময় মসজিদে নামাজের জন্য বসলাম সাথে সাথে ঐরকম অনুভূতি হল,চেক করার ব্যাবস্থা নাই। এই অবস্থায় করনীয় কি, নামাজ হবে কি?

উত্তর

যখন নিশ্চিত হবেন যে, কিছু রেব হয়েছে, তখনই কেবল পবিত্র হওয়ার ব্যবস্থা গ্রহন করবেন। শুধু অনুভূতি হলে, ঐ অবস্থাতেই নামায আদায় করবেন। যদি মাঝে মধ্যেই এমন অনুভূত হয় তাহলে ওযু করার পর ঐ জায়গাতে কাপড়ের উপর একটু পানি ছিটিয়ে দিবেন, যাতে করে ওয়াসওয়াসা দূরা হয়ে যায়।হাকাম অথবা ইবনু হাকাম হতে তাঁর পিতার সূত্রে বর্ণিত,أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم بَالَ ثُمَّ تَوَضَّأَ وَنَضَحَ فَرْجَهُ. একদা রাসূলুল্লাহ (ছাঃ) পেশাব করলেন। অতঃপর ওযূ করে স্বীয় লজ্জাস্থানে পানি ছিটিয়ে দিলেন। সুনানু আবু দাউদ, হাদীস নং ১৬৮। হাদীসটি আমলযোগ্য।