আলহামদুলিল্লাহ, কিছুদিন ধরে আমি নিয়মিত ইসলামির জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছি। আমার পূর্ব জীবনে একজন মেয়ের সাথে আমার সাধারণ কথাবার্তা হতো (মেয়েটিকে আমার পছন্দ) মেয়েটিও আমার মতো কিছুদিন ধরে ইসলামিক জীবনে অভ্যস্ত। এখন পারিবারিক কারণে বিয়ের জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করা লাগতে পারে, এখন তার সাথে সাধারণ কথা বলা বা চ্যাটিং করা কি আমার জন্য জায়েজ হবে?