আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5480

বিবাহ-তালাক

প্রকাশকাল: 30 জানু. 2021

প্রশ্ন

আমার যার সাথে বিয়ে হচ্ছে তাঁর আসল বাবা মা ছোট বেলায় তাকে ছেড়ে চলে যায়। এরপর সে তার দাদা দাদির কাছে বড় হয়। তাদের কেই নিজের মা বাবা বলে পরিচয় দেয়। এখন আমার কাবিন নামায় তার দাদা দাদি কে তার বাবা মা হিসেবে পরিচয় দিলে কি কোন সমস্যা হবে? তার জন্ম নিবন্ধন এ তার বাবা মায়ের নামের জায়গায় তার দাদা দাদির নাম দেওয়া।ধন্যবাদ

উত্তর

প্রকৃত বাবা মা বাদে অন্য কাউকে বাবা মা হিসেবে পরিচয় দেওয়া যাবে না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ। কাবিন নামায় প্রকৃত বাব মার নাম লিখবেন এবং জন্মনিবন্ধন পত্র সংশোধন করে নিবেন।