ওয়া আলাইকুমুস সালাম। ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহ. তাঁর খৃতবাতুল ইসলাম বইয়ের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সা.-এর সুন্নাত সুর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা। তিনি এত তাড়াতাড়ি ইফতার করতেন যে, অনেক সময় সাহাবীগণ বলতেন, হে আল্লাহর রাসূল, সন্ধ্যা হোক না, এখনো তো দিন শেষ হলো না! তিনি বলতেন, সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ইফতার করতে হবে। বিভিন্ন হাদীসে রয়েছে যে, সাহাবীগণ সর্বদা শেষ সময়ে সাহরী খেতেন এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করতেন। রাসূলুল্লাহ সা. বলেন:
لا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ
যতদিন মানুষ সুর্যাস্তের সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ইফতার করবে ততদিন তারা কল্যাণে থাকবে। সহীহ বুখারী, হাদীস নং ১৯৫৭। إِنَّا مَعْشَرَ الأَنْبِيَاءِ أُمِرْنَا بِتَعْجِيْلِ فِطْرِنَا وَتَأْخِيْرِ سُحُوْرِنَا
আমরা নবীগণ আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে প্রথম সময়ে ইফতার করতে ও শেষ সময়ে সাহরী খেতে। আলমুজামুল কাবীর লিত-ত্ববরনী, হাদীস নং ১১৩২৩। হাদীসটির সনদ সহীহ। উক্ত আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি যে, সূর্য অস্ত যাওয়ার পরেই আমরা ইফতার করতে পারি। তবে সূর্য অস্ত যেতে কয়েক মিনিট সময় লাগে। ৬.৪৭ যদি অস্ত যাওয়া শুরু হয় তাহলে অস্ত যেতে ৬.৫০ লেগে যেতে পারে। ৬.৫0 সময় ইফতার করা যেতে পারে। আমাদের দেশের ইফতারের সময়সূচী নির্ধারন করা হয় সতার্কতামূলক ৩ মিনিট যোগ করে। তাই একটু সময় বেশী মনে হয়। মোটকথা সূর্য অস্তমিত হয়ে গিয়েছে এটা নিশ্চিত হওয়ার পর আপনি ইফতার করতে পারেন আর এটাই সুন্নাত।