আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 537

অর্থনৈতিক

প্রকাশকাল: 20 জুলাই 2007

প্রশ্ন

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ সুর্য ওঠার পরে ইশরাক নামাজ পড়ার পরে আরও নামাজ পড়তে চাইলে কী নিয়ত করতে হবে? শুধু নফল নিয়ত করলে কি হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সাধারণ নফল নামাযের নিয়ত করবেন। মনে রাখবেন নিয়ত মনের বিষয়ে মুখে করার বিষয় নয়। মনে এটা রাখতে হবে যে আমি নফল নামায পড়ছি।