আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ্। আমাদের এক সময় অটো রিকশা ছিল। অটো রিকশা চার্য দিলে বিল বেশি আশে তাই মিটার বিল যারা লেখে নেয় তাদের কে কিছু টাকা দিলে তারা বিল কম লেখে নিত, যার কারনে বিল কম আসতো। তখন আমি দ্বিন সম্পর্কে এতটা বুজতাম না। আলহামদুলিল্লাহ এখন আমি দ্বিনের ব্যাপারে অনেক সচেতন থাকার চেষ্টা করি। এখন আমার বুজে আসছে এটা অন্যায় ছিলো। এখন আমার করনিয় কি? উত্তর দিলে অনেক উপকৃত হতাম।