আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5378

অর্থনৈতিক

প্রকাশকাল: 20 অক্টো. 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ্। আমাদের এক সময় অটো রিকশা ছিল। অটো রিকশা চার্য দিলে বিল বেশি আশে তাই মিটার বিল যারা লেখে নেয় তাদের কে কিছু টাকা দিলে তারা বিল কম লেখে নিত, যার কারনে বিল কম আসতো। তখন আমি দ্বিন সম্পর্কে এতটা বুজতাম না। আলহামদুলিল্লাহ এখন আমি দ্বিনের ব্যাপারে অনেক সচেতন থাকার চেষ্টা করি। এখন আমার বুজে আসছে এটা অন্যায় ছিলো। এখন আমার করনিয় কি? উত্তর দিলে অনেক উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যদি সম্ভব হয় এভাবে যত টাকা বিদ্যুৎ বিভাগকে লস করিয়েছেন তা অনুমান করে বিদ্যুৎ বিভাগকে পরিষোধ করে দিবেন। আর আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চেয়ে নিবেন। আর যদি পরিষোধ করার কোন সুযোগ না থাকে তাহলে আপনি অপরাগ। আশা করি আল্লাহ ক্ষমা করে দিবেন।