আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5376

বিবাহ-তালাক

প্রকাশকাল: 18 অক্টো. 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, হুজুর আমার বিয়ে হয়েছে গত ১ বছর আগে। তখন আমি এতকিছু জানতাম না যে মা-বাবার অনুমতি ছাড়া বিয়ে হয়না। আমার বউয়ের মা-বাবা মারা গেছে ১৬ বছর আগেই। এখন ওর মামারা ওকে দেখাশোনা করত। ওর মামারা ওর কিছু সম্পত্তির জন্য ওকে বিয়েও দেয়না। আমাদের বিয়ে হয়েছে তাও জানেনা। এমতবস্থায় আমাদের বিয়ে কি হয়ে যাবে নাকি উনাদের জানাতে হবে তারপর আবার বিয়ে করতে হবে?উনারা আমাকে আবার মেনে নেবে না। এমতবস্থায় আমার কি করণীয়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নতুন করে বিয়ে করার দরকার নেই। সবাইকে বিবাহের কথা জানিয়ে দিবেন। বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 0041 নাম্বার প্রশ্নের উত্তর।