আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5306

সালাত

প্রকাশকাল: 9 আগস্ট 2020

প্রশ্ন

আমি ইমামের পিছনে যোহর, আসর এর নামাজে চার রাকাতে সূরা ফাতিহা পড়ি। কিন্ত মাগরিবের প্রথম দই রাকাতে যেহেতু ইমাম কেরাত জোরে পড়েন আমি শুনি, আর শেষের রাকাতে যেহেতু ইমাম নিরবে পড়েন ওই রাকাতে আমি সূরা ফাতিহা পড়ি। অনূরুপভাবে এশার সালাতেও শেষ দুই রাকাতে সূরা ফাতিহা পড়ি এবং প্রথম দুই রাকাতে পড়ি না। এখন প্রায় সময়ই আমি যেইসকল রাকাতে সূরা ফাতিহা পড়ি ইমাম সাহেব আমার সূরা ফাতিহা পড়ার আগেই রুকুতে চলে যান। এখন আমার নামাজ কি সঠিক হবে? নাকি চুপ করে থাকবো?

উত্তর

জ্বী, আপনার নামায সঠিক হবে। ইমাম সাহেব রুকুতে গেলে আপনি সূরা ফাতিহা পড়া ছেড়ে দিয়ে ইমামের সাথে রুকুতে যাবেন।