আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5305

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 8 আগস্ট 2020

প্রশ্ন

ফরয গোসল করার এক ঘন্টা পর প্রস্রাব করেছি এর পর যদি প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু বের হয় তাহলে কি গোসল ফরয হবে?

উত্তর

এই মাসআলাতে ফকীহদের মধ্যে মতবিরোধ আছে। তবে অধিক সতর্কতা হলো যদি বীর্জ বের হয় তাহলে আবার গোসল করা। যদিও ইমাম মালেকসহ অনেক ফকীহ বলেছেন, নতুন করে আর গোসল করা লাগবে না। আরো বিস্তারিত জানতে