আসসালামুআলাইকুম, আমি ২০১৯ সালে আমার স্ত্রী কে ডির্ভোস দেই কাজী অফিসে, তখন কাজী সব কাগজ ঠিক করে আমাকে একজন সাক্ষীর সামনে দুই বার বলায় আমি তালাক দিলাম, আমি এটা বলি ও কাগজে সাক্ষর করি। তারপর সব তালাক নোটিশ পাঠানো হয়। আমার স্ত্রী কোন প্রকার যোগাযোগ করে নাই আমার সাথে তখন, এখন অনেক দিন পর প্রায় ২ বছর পরে আমার ডির্ভোস দেয়া স্ত্রী ফেরত আসতে চায়। আমি ইসলাম অনুযায়ী কি ভাবে তাকে পুনরায় স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারি। বা আমি কি গ্রহণ করতে পারবো কি না। এর সঠিক নিয়মটা আমি জানতে চাই।