বাবা সাথে সন্তানের কোন যোগাযোগ নেই জন্ম থেকে ১৬বছর পর্যন্ত। পরে ছেলে বাবার সাথে যোগাযোগ করে বা করার চেষ্টা করে। এখন সমস্যা হচ্ছে মা ছেলেকে ওয়াদা করাইছে যেন কোন দিন বাবার সাথে যোগাযোগ না করে। এখন শরিয়ত কি বলে?মার ওয়াদা পালন করবে নাকি বাবার সাথে যোগাযোগ করবে?